速報APP / 生活品味 / তওবা ও এস্তেগফার

তওবা ও এস্তেগফার

價格:免費

更新日期:2017-02-02

檔案大小:2.5M

目前版本:1.2

版本需求:Android 4.0 以上版本

官方網站:mailto:lime7studio@gmail.com

তওবা ও এস্তেগফার(圖1)-速報App

মানুষ অপরাধ প্রবন । জীবনে চলার পথে, নফস ও শয়তানের ধোকায় পড়ে আমরা গুনাহ করে ফেলি । অন্য দিকে আমাদের মালিক আল্লাহ রব্বুল আলামিন হলেন অসীম দয়ালু ও পরম ক্ষমাশীল। তিনি যে কাউকে ইচ্ছা মাফ করে দিতে পারেন । অনাচার ও পাপাচার থেকে তওবা করে পুনরায় সুপথে ফিরে আসাটাই আদম সন্তানের কর্তব্য ।

কুরআন কারীমের আল্লাহ রব্বুল আলামিন বলেনঃ “ আর তিনি এমন যে, স্বীয় বান্দাগনের তওবা কবুল করিয়া থাকেন, এবং তিনি গুনাহসমূহ ক্ষমা করিয়া দেন । “ হাদিসে পাকে এরশাদ হয়েছেঃ “ যদি তোমরা আকাশ পর্যন্ত বিস্তৃত গুনাহ কর, উহার পর অনুতপ্ত হও, তবে আল্লাহ পাক অবশ্যই তোমাদের তওবা কবুল করিবেন । “

গোনাহের পর খালেস নিয়তে যদি তওবা করা হ্য়, তবে সে এমন হইয়া যায়, যেন সে গুনাহ-ই করে নি । আর যদি তওবা না করা হয় তবে মৃত্যুর পর কঠিন শাস্তি ভোগ করিতে হবে । কাজেই তওবার মত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের অবশ্যই জানা চাই ।

আমরা প্রতিদিনই জেনে না জেনে অনেক ভুল এবং গুনাহ করে থাকি। এসব ভুলভ্রান্তি এবং গুনাহ সমূহ আল্লাহ্‌র কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে। নয়তু পরকালে অবর্ণনীয় আজাব ভোগ করতে হবে। তাই তওবা ও আস্তেগফার করতে হবে এবং এ সম্পর্কে সব কিছু জানতে হবে। এই অ্যাপ থেকেই সব জানতে পারবেন আশা করি।

যেসব বিষয় জানতে পারবেনঃ

- তওবা কি।

তওবা ও এস্তেগফার(圖2)-速報App

- তওবা কেন প্রয়োজন।

- আস্তেগফার করা এবং ইহা কবুল হওয়ার শর্ত ও নিয়ম।

- নবী কিভাবে তওবা করতেন, কি দোয়া পরতেন?

- ইহার গুরুত্ব।

আমাদের কাছে আরো যে সকল এ্যাপস পাবেন

*কুরআনের গল্প

তওবা ও এস্তেগফার(圖3)-速報App

*হাদিসের গল্প

*চার খলিফার জীবনী

*ফাজায়েলে আমল

*ফাজায়েলে নামাজ

*ফাজায়েলে যিকির

*ফাজায়েলে কোরআন

তওবা ও এস্তেগফার(圖4)-速報App

*ফাজায়েলে দুরুদ

তওবা ও এস্তেগফার(圖5)-速報App